বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
আ.লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব নড়াইলে কোরআন অবমাননায় যুবক গ্রেপ্তার ভোটে অংশ নিতে পারছেন না মাহমুদুর রহমান মান্না ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের মনোনয়নপত্র সংগ্রহ শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন মুফতি শামসুদ্দিন জিয়া শহীদ ওসমান হাদির জন্য রুপসায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ বৃহস্পতিবার ৪ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলা যাবে টোল ছাড়া মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ গ্রেপ্তারের পর কারাগারে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী

আলাল সহ ৫১ জন কারাগারে, ৮ জনের এক দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত এবং সেই সঙ্গে ৮ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় রোববার আসামীদের হাজির করলে আদালত এই আদেশ দেয়।

সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জালাল বলেন, রবিবার পল্টন থানা পুলিশ ৫৯ জন আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে ১০ জনকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

বাকিদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আটজনকে এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন আব্দুল আউয়াল মিন্টুর দেহরক্ষী হুমায়ুন কবীর, বিএনপি কর্মী ফয়সাল আহমেদ চৌধুরী, ফারুকুজ্জামান জুয়েল, খোরশেদ আলম, আব্দুর রহীম হাওলাদার সেতু, আব্দুল কাদের, মো. লিটন ও মো. রাসেল।

আর মোয়াজ্জেম হোসেনসহ ৫১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন এডভোকেট তৈমুর আলম খন্দকার, মোসলেহ উদ্দিন জসীম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন।

গত শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে মোয়াজ্জেম হোসেন, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুদ্দিন এহিয়া খান মজলিস, এডভোকেট নেওয়াজ হালিমা আরলিসহ ৫৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পাওয়া এ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ