বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
আ.লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব নড়াইলে কোরআন অবমাননায় যুবক গ্রেপ্তার ভোটে অংশ নিতে পারছেন না মাহমুদুর রহমান মান্না ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের মনোনয়নপত্র সংগ্রহ শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন মুফতি শামসুদ্দিন জিয়া শহীদ ওসমান হাদির জন্য রুপসায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ বৃহস্পতিবার ৪ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলা যাবে টোল ছাড়া মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ গ্রেপ্তারের পর কারাগারে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী

দুই আলেমের বিদায়ে মুফতি ওয়াককাসসহ জমিয়ত নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও রাজধানীর শীর্ষস্থানীয় কওমী মাদরাসা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ আজ সকাল ৯.৪৫-এ রাজধানীর ওরিয়ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন।

তিনি জমিয়তের নির্বাহী সভাপতি, খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ও সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, যুব জমিয়ত সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী এক শোকবার্তায় বলেন, তিনি আজীবন ইসলামী শিক্ষার প্রসার, আকীদা-বিশ্বাস সংরক্ষণ এবং ইসলামী রাজনীতির এক আপোসহীন অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

ইসলামের জন্য তার অবদান সোনার হরফে লেখা থাকবে। জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং জান্নাতে উঁচু মাকামের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

একইসাথে জমিয়ত নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করে তার রুহরে মাগফেরাত কামনায়ও দোয়া করেন।

মাওলানা মোস্তফা আজাদও চলে গেলেন

হাফেজ্জীপুত্র মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সম্পর্কে ৫ তথ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ