মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


২৩০০ সালের আগেই ডুবে যাবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বৈশ্বিক উষ্ণতার কারণে ২৩০০ সালের আগেই সমুদ্রে পানির উচ্চতা ৪ ফিট বেড়ে যাবে-এমন ধারণা একদল জার্মানির বিজ্ঞানীর। সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞানীদের গবেষণা মতে যদি পৃথিবীর ২০০ দেশ সম্পূর্ণরুপে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করে, তারপরেও ২৩০০ সালের মধ্যে সমুদ্রে পানির স্তর ৪ ফিট পর্যন্ত বেড়ে যাবে।

বিজ্ঞানীরা জানান,অতিরিক্ত হারে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। এতে সমুদ্রে পানির স্তর বেড়ে গিয়ে পৃথিবীর কিছু দ্বীপ রাষ্ট্র, কিছু ব-দ্বীপ অঞ্চল এবং সেই সাথে অনেক বড় বড় শহর তলিয়ে যাবে।

বিজ্ঞানীরা যে তালিকা দিয়েছেন তাতে বাংলাদেশের নামও রয়েছে। বাদ যায়নি মালদ্বীপের মত দ্বীপরাষ্ট্রও। বড় বড় শহরের তালিকায় লন্ডন, সাংহাই, ফ্লোরিডার মত বিখ্যাত শহরের নাম রয়েছে।

সূত্র: ডেইলি মেইল


সম্পর্কিত খবর