শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


‘নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার যতই অপকৌশল গ্রহণ করুক না কেন, আগামী নির্বাচনে বেগম জিয়া অবশ্যই অংশগ্রহণ করবেন। বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। দেশের জনগণও ওই নির্বাচন মেনে নেবে না।

রিজভী বলেন, সরকার যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তা জাল নথির মামলা। বেগম জিয়া তার স্বীকারোক্তিতে যে বক্তব্য দিয়েছেন, বিচারক সেই বক্তব্য আবার বিকৃত করেছেন। এটা সুপ্রমাণিত।

তিনি আরও বলেন, বেগম জিয়াকে বন্দী করার পর অসংখ্য মানুষ রাজপথে নেমে গেছেন। দেশব্যাপী নিন্দার ঝড় বইছে। মানুষ প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এতেই সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ