শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


সিলেটের পথে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল রহ. ও হযরত শাহ পরান রহ. এর মাজার জিয়ারত করতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় তার গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওয়ানা হন তিনি।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সফরসঙ্গি হিসাবে উপস্থিত আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার প্রমুখ।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্রকরে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকেই কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়।

জানা যায়, স্থায়ী কমিটির এ বৈঠকে নির্বাহী কমিটির প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে। ৮ ফেব্রুয়ারির রায় নিয়ে কথা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ম্যাডামকে (খালেদা জিয়া) অন্যায়ভাবে কিছু করা হলে রাজধানী ঢাকাসহ সারাদেশে যে যেখানে থাকবে সেখান থেকেই প্রতিবাদ করার জন্য হাজার হাজার লোক রাস্তায় নেমে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করা হবে। আমাদের দল ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না এমন সিদ্ধান্তও বৈঠকে হয়েছে।

হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ