শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


চালের দাম ৪০ টাকা হলেই সহনীয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চালের দাম কেজিতে ৪০ টাকার মতো হলে সেটা সহনীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তার মতে, কারণ যারা খাদ্য উৎপাদন করেন, তাদের স্বার্থও আমাদের দেখতে হয়।

চালের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের বক্তব্যকে সমর্থন করে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন চালের দাম ৪০ টাকার মধ্যে থাকবে, সেই ৪০ টাকা আমার মনে হয় থাকা উচিৎ।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, খাদ্য নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। খাদ্য সংকটের আশঙ্কা নেই। বর্তমানে ১২ লাখ টন খাদ্যদ্রব্য আমাদের মজুত আছে। যেটা আমাদের দেশের জন্য যথেষ্ট। আমরা এখন স্বস্তির অবস্থানে আছি।

খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ