বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বাণিজ্য মেলার সময় বেড়েছে ৪ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে আরো চারদিন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে গিয়েছিল বলে কারণ দেখিয়ে বানিজ্যমন্ত্রীল কাছে সময় বাড়ানোর এই আবেদন করেন ব্যবসায়ীরা। পরে রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সিদ্ধান্ত নেন।

ইপিবির সচিব আবু হেনা মোরশেদ জামান জানান, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে গিয়েছিল বলে কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ১০ দিনের সময় বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু সামনে এসএসসি পরীক্ষা থাকায় তা থেকে কমিয়ে চার দিন সময় বাড়ানোর পক্ষে মত দেন বাণিজ্যমন্ত্রী ।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি মাসব্যাপী ঢাকায় ২৩তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ