বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর

২০ দলীয় জোটে যোগ দিচ্ছেন মুফতি ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেজামে ইসলাম পার্টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতও করেছেন মুফতি ইজহার।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

নেজামে ইসলাম পার্টি আগে থেকেই ২০ দলীয় জোটে ছিল। কিন্তু জোট থেকে ইসলামী ঐক্যজোট বের হয়ে এলে তিনিও বের হয়ে আসেন।

নেজামে ইসলাম পার্টি বর্তমানে দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে মুফতি ইজহার থাকলেও অপরটির নেতৃত্বে রয়েছেন মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যান।

অনলাই পোর্টাল বাংলাট্রিবিউন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় নেজামে ইসলাম পার্টির।  সে বৈঠকেই চূড়ান্ত হয় মুফতি ইজহারুল ইসলাম ফের ২০ দলীয় জোটে যোগ দেবেন।

এ বিষয়ে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহার। এসময় তার সঙ্গে নেজামে ইসলাম পার্টির ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।

মুফতি ইজহার জানান, দেশের আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।

বৈঠকে নেজামে ইসলাম পার্টির আরও অংশ নেন— মহাসচিব মাওলানা আবদুল মালেক আতহারী, সহসভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী প্রমুখ।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ