সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭


তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি উপনির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই আদেশের কপি সোমবার পেয়েছে কমিশন। বুধবার রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার আশা করছে ইসি।

এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন। যদিও রায়ের পর আইনজীবীরা জানিয়েছিলেন, তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকার দুই সিটির নির্বাচন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন মঙ্গলবার বলেন, ‘আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।’

রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আমরা আদেশের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। কপি পাওয়ার পর আইনজীবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ