সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

আওয়ামী লীগের অনুমোদনহীন উপ কমিটি স্থগিত করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের অনুমোদনহীন উপ কমিটি স্থগিত করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ‘আওয়ামী লীগের উপ কমিটিতে ছাত্রদলের ছড়াছড়ি’ শিরোনামে খবর প্রকাশের তিনি তা স্থগিতের নির্দেশ দেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, তার স্বাক্ষরিত উপ কমিটির কোনো বৈধতা নেই।

সূত্র জানিয়েছে, বিতর্কিত ছাত্রদল ও বিএনপির নেতাদের আওয়ামী লীগে ঠাঁই দেয়া নিয়ে প্রথমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে পাঠান শেখ হাসিনা। তখন তিনি জানান ‘আপা আমি তো এই উপ কমিটির কোনো কাগজে স্বাক্ষর করিনি। এর পুরো দায়ভার দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের। কারণ তিনিই স্বাক্ষর করেছেন।’

এরপর গণভবন থেকে মাদারীপুরে অবস্থান করা দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

টেলিফোনে তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এমন অভিযোগ পাল্টা অভিযোগের পর শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা কমিটি স্থগিতের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিভিন্ন উপ কমিটিতে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিন কয়েকজন ছাত্রদল ক্যাডার এবং বির্তকিতদের ঠাঁই দেয়া হয়। যেসব উপ কমিটি দেয়া হয়েছিল সবগুলোতেই দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষর ছিল।

বিএনপি সরকার আমাকে বিপিএম পিপিএম দেয়নি, বরং বলেছে আ.লীগের লোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ