বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আগামীকাল পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল সোমবার পর্দা উঠছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮’ (ডিআইটিএফ)। রাজধানীর আগারগাওয়ের নির্ধারিত মাঠেই এ মেলা শুরু হবে মাসব্যাপী এ ২৩তম মেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। দেশের বাণিজ্য প্রসারে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা প্রাঙ্গণের ৩১ দশমিক ৫৩ একর জমিতে আয়োজিত এবারের মেলায় অংশ নিবে  ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন।

এর মধ্যে থাকছে, ৬৪টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৬টি মিনি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ১৭টি জেনারেল প্যাভিলিয়ন, ২৫টি মিনি জেনারেল প্যাভিলিয়ন, ৪টি রিজার্ভ প্যাভিলিয়ন, ছয়টি মিনি রিজার্ভ প্যাভিলিয়ন, ২৭টি বিদেশি প্যাভিলিয়ন এবং ৮টি মিনি বিদেশি প্যাভিলিয়ন।

এছাড়া ৬৭টি প্রিমিয়ার স্টল, ১৮টি বিদেশি স্টল, ২৬০টি সাধারণ স্টল ও ২৪টি ফুড স্টল।

এবার মেলায় দেশি-বিদেশি দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

তিনি বলেন, স্টল নির্মাণসহ মেলার প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো এবং ভুটান। অংশগ্রহণকারী দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

মেলাকে ভিন্নকে আঙ্গিকে সাজাতে মেলায় ফিশ ও বার্ড অ্যাকুরিয়াম প্রদর্শন করা হবে, শিশুদের জন্য থাকবে পার্ক, গেমিং জোন ও খেলার উপকরণ।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ