শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

বইকেন্দ্রের প্রথম বই; মিল্লাতে ইবরাহিমের জাগরণ’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বইকেন্দ্র প্রকাশনীর  প্রথম বই  ‘মিল্লাতে ইবরাহিমের জাগরণ’-এর মোড়ক উন্মোচন হলো।

আজ (২৯ডিসেম্বর) সন্ধ্যায়  মাকতাবাতুল আজহার আয়োজিত সিলেটের দুই দিনব্যাপী কিতাবমেলার দ্বিতীয় দিনে প্রায় অর্ধশত লেখক-প্রকাশক ও সম্পাদকদের নিয়ে আলোচিত এই বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।

শায়খ ইবনু মুহাম্মাদ আরশাদ লুধি রহ. রচিত 'ফিদায়ে মিল্লাত ইবরাহীম' নামক গ্রন্থের সাবলীল অনুবাদ বইটি। অনুবাদ করেছেন, বিশিষ্ট লেখক গবেষক ও অনুবাদক মাওলানা আলী হাসান উসামা।

মোড়ক উন্মোচনের ঘন্টা খানেকের মাথায় বইমেলার স্টলে মিল্লাতে ইবরাহিমের জাগরণ শেষ হয়ে যায় বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন সিলেট কিতাবমেলায় মিল্লাতে ইবরাহিমরে জাগরণ-এর পরিবেশক মাকতাবাতুশ শামসের সত্ত্বাধিকারী মাওলানা আখলাক আহমাদ।

তবে বইটি সারাদেশে আগামি রবিবার থেকে পাওয়া যাবে সাথে সাথে বইকেন্দ্র, রকমারি ডটকমসহ অনলাইন বুকশপগুলোতে অর্ডারের মাধ্যমে ঘরে বসে পাঠক বইটি সংগ্রহ করতে পারবে বলে জানান বইকেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক রহমতুল্লাহ।

বইকেন্দ্রের সত্বাধিকারী ও প্রকাশক, মাসিক রুপান্তর পত্রিকার সম্পাদক আহমাদ হাবিব বলেন,   মিল্লাতে ইবরাহিমের জাগরণ নামক এই মূল্যবান বইটি পাঠকের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে ‘বইকেন্দ্র’ দেশের অন্যতম ইসলামি বইয়ের প্রকাশনা হয়ে উঠবে।

আহমদ হাবিব বলেন,  ভারত ও পাকিস্থানসহ পৃথিবীর বিভিন্ন দেশে শায়খ ইবনু মুহাম্মাদ আরশাদ লুধি রহ. রচিত 'ফিদায়ে মিল্লাত ইবরাহীম' নামক বইটি পাঠক প্রিয়তা পেয়েছে। আমরা আশা করছি এই বইয়ের অনুবাদ বাঙলাভাষী পাঠকদের কাছেও পাঠক প্রিয়তা লাভ করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  মাকতাবাতুল আজহারের সত্মাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারি, বিশিষ্ট লেখক ও অনুবাদক আবদুল্লাহ আল ফারুক, মাওলানা আখলাক আহমাদ, মাওলানা সালমান মারুফ, লেখক মাওলানা আবুল কালাম আজাদ, নন্দিত প্রচ্ছদ শিল্পী মোবারক হোসাইন সাদী, কলরবের শিল্পী আহমাদ আব্দুল্লাহ, কবি উবায়েদ জুমন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ