মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচি: ইনকিলাব মঞ্চ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা তারেক রহমানের আগমন ঘিরে ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানোর আদেশ তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী চায়না এম্বাসির চার্জ দ্যা এফেযার্সের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘর্ষ, ২ ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা ওসমান হাদির জন্য ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া বিএনপির ছাড় পেলেন জমিয়তের যে ৪ নেতা

নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জেলা প্রতিনিধি সভা’১৭ সংগঠনের কেন্দ্রেীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রকাশ্যে নিজেকে চোর ঘোষণা দিয়েছেন।

অধিকন্তু তিনি সহনশীল মাত্রায় ঘুষ গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরামর্শ দেয়ার পর স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অতএব নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনকরে তাকে স্বীয় পদ থেকে পদত্যাগ করা উচিত।

    বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমিন

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশ্রাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রমুখ।

উল্লেখ্য, প্রতিনিধি সভায় সারাদেশের জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ