বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সাভারে চার দিন ধরে মসজিদের ইমাম নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সাভারের এক মসজিদের ইমামকে চার দিন ধরে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে নিখোঁজ রয়েছে এক কলেজছাত্র ও পোশাকশ্রমিক।

নিখোঁজ তিনজন হলেন সাভার পৌর এলাকার শাহীবাগ বায়তুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম খলিল (২৬), আশুলিয়ার দোসাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শরিফ হোসেন (১৭) ও পোশাকশ্রমিক শাকিল (২৪)। খবর প্রথম আলোর

ইব্রাহীম খলিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নগরচরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। শরিফ আশুলিয়া থানাধীন দোসাইদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শাকিল সাভার পৌর এলাকার ইমান্দিপুরের শুকুর আলীর ছেলে।

ইব্রাহীম খলিল ও শাকিলের নিখোঁজ হওয়ার ঘটনায় ওই দুজনের পরিবার সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। শরিফের নিখোঁজের বিষয়ে তাঁর পরিবার জিডি করতে গেলে আশুলিয়া থানা তা নেয়নি।

ইব্রাহীম খলিলের ছোট ভাই ইসরাহিল বলেন, তাঁর ভাই দুই বছর ধরে শাহীবাগ মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে মসজিদ থেকে বের হয়ে খাওয়ার জন্য পাশের বাড়িতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। তাঁর সঙ্গে শাকিল ও রুবেল নামের দুই তরুণও ছিলেন। তাঁদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাই নিখোঁজ হওয়া ঘটনায় ইসরাহিল গত শনিবার সাভার মডেল থানায় জিডি করেছেন।

ইসরাহিলের দেওয়া তথ্য যাচাই করতে গিয়ে ইব্রাহিম ও শাকিলের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও রুবেলের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে।’

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, দুজন নিখোঁজের বিষয়ে তাঁর থানায় জিডি করা হয়েছে। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ