বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


'এসএমএস' করে জেনে নিন আপনার স্মার্টকার্ড কবে পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক ইতোমধ্যেই শুরু। এরই মধ্যে  অনেকে পেয়েও গেছেন নিজেদের ডিজিটাল পরিচয়পত্র।

তবে যারা এখনো পাননি তারা খুব সহজেই জেনে নিতে পারবেন কবে পাবেন নিজের স্মার্টকার্ড। মুঠোফোন থেকে একটা এসএমএস করেই জেনে নিতে পারবেন এই তথ্য।

এজন্য, প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে sc স্পেস nid স্পেস ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ডের তথ্য।

তবে যারা এখনো এনআইডি পাননি, তারা প্রথমে sc লিখে স্পেস দেবেন। এরপর f লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে d লিখে yyyy-mm-dd ফরম্যাটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।

এছাড়া মোবাইলের মাধ্যমে ১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্টকার্ড সম্পর্কে জানতে পারবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও আপনার স্মার্টকার্ড কবে, কোথায় দেওয়া হবে, তা জানতে পারবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ