মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


ইসলামী আন্দোলনের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টায় পল্টনের বায়তুল মোকাররম উত্তর গেটে অস্থায়ী মঞ্চে বক্তৃতার মাধ্যমে কর্মসূচি শুরু করেন দলটির নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যাপক আন্দোলন শুরু হয়ে। গত শুক্রবার পল্টনে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শুক্রবারের সেই কর্মসূচি থেকে ১১ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সায়্যিদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

আজ সকাল ৯টার পর থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পল্টনের বায়তুল মোকাররমে।

বায়তুল মোকাররম থেকে আওয়ার ইসলামের প্রতিনিধি জুনায়েদ শোয়েব জানান, হাফেজ নাজমুল হাসান সাকিবের কুরান তেলাওয়াতের মাধ্যমে গনমিছিল পূর্ব সমাবেশ শুরু হয়। নেতাকর্মীরা জড়ো হওয়ার সুবিধার্থে এখানে বেশ কিছুক্ষণ সমাবেশ হবে। নেতারা বক্তব্য দেবেন। দুপুর ১২টার পর রওনা দেবেন মার্কিন দূতাবাস অভিমুখে।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ