মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


লেবাননের পথে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিজয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননের পথে রওনা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বানৌজা বিজয়'।

গতকাল শুক্রবার সকালে জাহাজটি চট্টগ্রামের নৌ জেটি থেকে ছেড়ে যায়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ইউনাইটেড নেশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) মিশনের আওতায় মাল্টিন্যাশনাল টাস্কফোর্সে দায়িত্ব পালন করবে বানৌজা বিজয়।

লেবাননে বানৌজা বিজয় যাওয়ার পর সেখানে দায়িত্বরত বানৌজা আলী হায়দার ও বানৌজা নির্মূল আগামী ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবে। এই যুদ্ধজাহাজ দুটি তিন বছর সাত মাস ধরে সেখানে শান্তিরক্ষার কাজ করেছে।

বিজয়ের অধিনায়ক কমান্ডার মো. ফজলার রহমানের নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা ও ৯৫ জন নাবিক এ মিশনে অংশ নিচ্ছেন।

গতকাল সকালে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০১০ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়। এ মিশনে বাংলাদেশ ছাড়াও জার্মানি, তুরস্ক, গ্রিস, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ কাজ করছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ