মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


ঢাকায় আনিসুল হকের লাশ, দেখতে গেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের লাশ ঢাকায় পৌঁছেছে এবং তাকে শেষবারের মতো দেখতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্ত্রী-সন্তান ও স্বজনদের সমবেদনা জানান।

বেলা ১টা ৫৫ মিনিটে প্রিধানমন্ত্রী প্রয়াত মেয়রের বাসায় পৌঁছান।

এর আগে ১২.৪৫ মিনিটে তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তার তাকে সরাসরি বনানীর বাসভবনে নেয়া হয়। সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনীতিবিদ, ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অপেক্ষা করছিলেন।

প্রধানমন্ত্রীর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বাসভবনে ‍পৌঁছে তার লাশের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, লন্ডনে টানা পাঁচ মাসেরও বেশি চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হকের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ