মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


ঢাকায়ও ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেলেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সফরকালে দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্যে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করে ব্যাপক সমালোচিত হওয়ার পর ঢাকায় দেয়া বক্তব্যেও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন না পোপ ফ্রান্সিস।

বাংলাদেশ সফরের প্রথম দিন বঙ্গভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন রোমান ক্যাথরিকদের এ প্রধান ধর্মগুরু। এর আগে মিয়ানমার সফরের সময় সেখানকার সেনাবাহিনীর অনুরোধে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি তিনি। বিষয়টি নিয়ে এখনো সমালোচনা চলছে। এবার মিয়ানমারের মতো ঢাকায় দেয়া বক্তব্যেও ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যান পোপ ফ্রান্সিস।

তবে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন তিনি।

এর আগে, মিয়ানমার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকায় পৌঁছেন পোপ। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে তিনি বঙ্গভবনে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ