রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চট্টগ্রাম জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ (বুধবার) চট্টগ্রাম হাটহাজারী মাদরাসায় এক বৈঠকে এ কমিটি গঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, হাফেয মাওলানা তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাক মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুছ ।

এছাড়াও চট্টগ্রামের বড় বড় মাদরাসার মুহতামিম ও মুহাদ্দিসগণ অনেকেই অংশ গ্রহণ করেছিলেন। ১৬জন উপদেষ্টা মণ্ডলী ও ৬ জন সহসভাপতি সহ কমিটিতে স্থান পেয়েছেন মোট ৪৮জন।

উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- ১।মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ২।মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব ৩।মাওলানা শাহ মুহাম্মদ ইদ্রীস ৪।মাওলানা হাফেয তাজুল ইসলাম ৫। মাওলানা নোমান ফয়জী ৬।মাওলানা সাআদ হোসাইন ৭।মাওলানা মাহমুদুল হাসান ৮।মাওলানা সালাহ উদ্দীন ৯। মাওলানা মুফতী মাহমুদ হাসান

১০।মাওলানা আবু তৈয়ব ১১।মাওলানা আব্দুল জব্বার ১২।মাওলানা রফিক আহমদ ১৩। মাওলানা হাফেয তৈয়ব ১৪।মাওলানা আনাস মাদানী ১৫।মাওলানা আলী উসমান ১৬। মাওলানা আনোয়ার

সভাপতি মনোনীত হয়েছে মাওলানা সলিমুল্লাহ, নাজিরহাট মাদরাসা; সিনিয়র সহসভাপতি
মাওলানা আবুল হাসান, ছমদর পাড়া।

সহসভাপতি  হিসেবে রয়েছেন, ১। মাওলানা মুহাম্মদ শফি, বাথুয়া মাদরাসা। ২।মাওলানা আইয়ুব বাবুনগরী। ৩।মাওলানা হাফেয সুলাইমান রাউজান। ৪।মাওলানা মুফতী কুতুব উদ্দীন নানুপুরী। ৫।মাওলানা মুনির আহমদ দারুল ফুরকান, চট্টগ্রাম। ৬।মাওলানা আব্দুল্লাহ হারুন চারিয়া মাদরাসা। ৭।মাওলানা শাহাদাত জিরি মাদরাসা।

সাধারণ সম্পাদক মনোনীত হযেছেন মেহেরিয়া মাদরাসা মুহতামিম মাওলানা ইসহাক।

সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন ২ জন। এরা হলেন, ১।মাওলানা খুবাইব, জিরি মাদরাসা ও ২।মাওলানা মীর ইদরীস।

সাংগঠনিক সম্পাদক মুফতী হারুন ইজহার চৌধুরী, লালখান বাজার মাদরাসা। সহসাংগঠনিক সম্পাদক, কাজী শফিউল্লাহ, শাহ ওলীউল্লাহ মাদরাসা।

কোষাধ্যক্ষ, হাফেয ফুরকান, বায়তুস সালাম মাদরাসা। শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম জাদীদ, হাটহাজারী মাদারাসা।  তাহযীব ও দাওয়াহ সম্পাদক মুফতী রহীমুল্লাহ, বাবুনগর মাদরাসা।

প্রচার সম্পাদক, হাফেয ফয়সাল, ফিরোজ শাহ মাদরাসা। সমাজ কল্যাণ সম্পাদক হাবীবুল্লাহ নদভী, নাজিরহাট মাদরাসা। দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, ফতেহপুর মাদরাসা।

সদস্য হিসেবে রয়েছেন, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, বায়তুল কারীম, হালিশহর। মাওলানা নূরুল হক, জলদি মাখজানুল উলূম মাদরাসা। মাওলানা আব্দুল কাইয়ুম, উসমানাবাদ লোহাগাড়া মাদরাসা। মুফতী মনসূর, ওবাইদিয়া মাদরাসা, সাতকানিয়া। মাওলানা আলী উসমান, ঝাউতলা মাদরাসা। মাওলানা নূরুল আমীন, মুহতামিম ইসলামপুর মাদরাসা, রাঙ্গুনিয়া। মাওলানা হাবীবুল্লাহ, আজাদী বাজার মাদরাসা।

মাওলানা নাছির উদ্দীন, জাফতনগর মাদরাসা। মাওলানা আবু বকর, এমদাদুল ঊলূম মাদরাসা। মাওলানা মাহবুবুর রহমান, দৌলতপুর। মাওলানা ইদরীস, গড়দুয়ারা। মাওলানা ক্বারী ফরিদুল আলম, দারুস সুন্নাহ, হালিশহর। মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মেখল মাদরাসা।

হেফাজতের শানে রেসালাত সম্মেলন শুরু ২৪ নভেম্বর

স্বীকৃতির আইনী খসড়া নিয়ে বৈঠক; পরিবর্তন না থাকলে শিগগির যাবে মন্ত্রীসভায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ