শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


গরুর বিরিয়ানী বিক্রির অপরাধে ৭ মুসলিম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পাদক

ভারতে গরুর বিরিয়ানি বিক্রির অপরাধে ৭ মুসলিমকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল সোমাবর ভারতের হরিয়ানা প্রদেশের মেওয়াত এলাকায়েএ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জনা যায়,   মেওয়াতের ফিরোজপুর ঝরকা থানায় অভিযুক্তদের নামে প্রকাশ্যে গরুর গোশতের বিরিয়ানী বিক্রির অভিযোগ দায়ের করা হলে ঘটনা স্থলেে তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷

দায়েরকৃত এফআইআর অনুযায়ী ওকিল, সাজ্জাদ, হাকিম, জামশেদ, এরশাদ, ফারুক এবং ইস্রায়ীল এর  নাম গ্রেফতারী পরোয়ানায় উল্লেখ করা হয়৷

এদের মধ্যে ইস্রায়ীলের বাড়ি ফিরোজপুর ঝরকায়৷ বাকি সবার বাড়ি পার্শ্ববর্তী রওহা নামক গ্রামে৷ এদের থেকে গরুর গোশতের নমুনা নিয়ে তা সরকারি ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

পুলিশের ভাষ্য মতে, হরিয়ানা গো-রক্ষা আইন ২০১৫ এবং গো-হত্যা দমন আইনে প্রত্যেকের কমপক্ষে ১০জেল হতে পারে৷

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ