সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭


জামায়াত আমির মকবুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মতিঝিল থানার নাশকতার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ।

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ জামায়াতের আমির মকবুলকে গ্রেফতার করে।

পর দিন রাজধানীর কদমতলী থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ