বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘের কার্যালয় স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি: জমিয়ত সভাপতি  ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : আহমদ আবদুল কাইয়ূম ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা

সরকারদলীয়রা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী মন্ত্য করেছেন, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে যাওয়ার পথে ফেনীসহ কয়েকটি জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী।

শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা যথারীতি যেসব এলাকা দিয়ে বেগম খালেদা জিয়া যাবেন সেসব জেলার স্থানীয় প্রশাসনকেও অবহিত করেছিলাম। তারপরও আমরা দেখেছি কয়েকটি জায়গায় বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করা হয়েছে।

রিজভী বলেন, আমাদের দলের চেয়ারপারসন একটি মানবিক কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিভিন্ন স্থানে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছেন। জনতার ঢল নেমেছে সড়কগুলোতে। কিন্তু জনতার এই ঢল দেখেই সরকারের মাথা খারাপ হয়েছে।

তারা আবোল তাবোল বকছে এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এতে বিএনপিসহ সংবাদকর্মীরাও আহত হয়েছেন। সরকারের এ নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরাপত্তা দেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের সহদফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, কেন্দ্রীয় নেতা জেড মোর্তুজা চৌধুরী তুলা, আব্দুল খালেক, জাসাস নেতা সিরাজুল ইসলাম খান, যুবদল দল নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ