মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

কাশ্মিরের নেতা ইয়াসীন মালিক গ্রেফতার; ফারুক গৃহবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান ইয়াসীন মালিককে পুলিশ গ্রেফতার করেছে।

গতকাল (বৃহস্পতিবার) তাকে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।

দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র সদর দফতরের বাইরে কাশ্মিরি নেতাদের প্রস্তাবিত ধর্না-অবস্থান কর্মসূচির আগেই পুলিশ ওই পদক্ষেপ নেয়। কাশ্মিরি নেতারা আগামী ৯ সেপ্টেম্বর ধর্না-অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলেন।

এক কর্মকর্তা জানান, ইয়াসীন মালিককে হেফাজতে নিয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের দিল্লি যাওয়া বন্ধ করতে মীরওয়াইজকে গৃহবন্দি করা হয়েছে।

হুররিয়াত চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি গত কয়েক বছর ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে তল্লাশির নামে এনআইএ কাশ্মিরি নেতাদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

ইয়াসীন মালিক এনআইএকে ‘গব্বর সিং’ বলে কটাক্ষ করেছিলেন। তার অভিযোগ, ‘শোলে’ সিনেমার গব্বরের মতো এনআইএকে দিয়ে কাশ্মির উপত্যকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্র সরকার। তাদের স্বাধীনতা ছিনিয়ে নেয়া হচ্ছে।

এদিকে, মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দির তীব্র সমালোচনা করেছে হুররিয়াত কনফারেন্স। হুররিয়াতের এক মুখপাত্র ওই ঘটনাকে কর্তৃপক্ষের হতাশা ও জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন সরকারের 'পরাজয়ের স্বীকৃতির প্রতিফলন' বলে মন্তব্য করেছেন।

মুখপাত্রটি জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিকের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে একে 'রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহংসা' বলে অভিহিত করেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ