মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

এবার ভারতে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় ঈদের দিন রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মহিষ কুরবানিকে কেন্দ্র করে বিবাদের জেরে তাদেরকে ওপর এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা থেকে নারীরাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার মুজেরি গ্রামে বসবাসরত রোহিঙ্গারা মহিষ কুরবানির চেষ্টা করলে তাদের উপরে দুর্বৃত্তরা হামলা চালায়।এই গ্রামে ৪৫ টি মুসলিম পরিবার বাস করে।

সাকির নামের স্থানীয় এক রোহিঙ্গার মুসলিমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, এলাকার লোকজন কুরবানির জন্য বেঁধে রাখা পশু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে। তখন রোহিঙ্গারা দুর্বৃত্তদের বলে, ’ওই পশু কুরবানির জন্য আমরা কিনে এনেছি।’

বিতর্ক যাতে না বাড়ে সেজন্য রোহিঙ্গারা বলে, ’শনিবার আমরা একে বাজারে বিক্রি করে দেবো।’ কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল এসে তাদেরকে মারধর করে এবং নারীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেয়।’

মুহাম্মদ জামিল নামে এক রোহিঙ্গা মুসলিম বলেন, তাদের পরিবারের নারীদেরও বেদম মারধর করা হয়েছে। দু’জন নারীর শ্লীলতাহানিও করা হয়েছে।

ওই ঘটনায় অন্য মুসলিমরা বলেন, হামলাকারীরা চার জনকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে লাঠি ও রড দিয়ে আঘাত করে তাদের।

ওই ঘটনায় আহতরা চলাফেরা করতে পারছেন না। আহত চার জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বল্লভগড় সদর থানার পক্ষ থেকে অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩/১৪৭/১৪৮/১৪৯ এবং ৩৭৯ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ওই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। পুলিশ ঘটনাস্থলে মহিষ জবাইয়ের কথা অস্বীকার করেছে।সূত্র- পার্সটুডে

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ