মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


রোহিঙ্গা শুধু মুসলিম না, তারা মানুষও: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি একদলীয় শাসনের অভিযোগ করে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আবারো শপথ নিচ্ছি। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে দেবো না। বাংলার জনগণ তা হতে দেবে না। এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা মুসলমানদের সহায়তা করতে সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে বিবেচনা করে সহায়তা করুন। তারা শুধু মুসলমান না, তারা মানুষও। তাদের ওপর যে অত্যাচার মিয়ানমার সরকার করছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যা সমাধান করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ