সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ কোরআনের হাফেজদের পাশে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী হাবিবের নতুন এআই মডেল ‘দ্য কোর’ চালু করল আল জাজিরা চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে

রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টি রয়েছে: মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রোহিঙ্গাদের প্রতি প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টি আছে বলে দাবি করে বলেছেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে বলে তারা বিভিন্ন সময়ে দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। তবে এভাবে চলতে পারে না। মিয়ানমার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে না।

তিনি আরও বলেন, এ সমস্যার সমাধান হওয়া উচিত। আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে বলা উচিত রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধ করতে।

মোহাম্মদ নাসিম আজ বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ ও মনোগ্রাম উম্মোচন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের প্রতিকৃতি উম্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজের চলমান উন্নয়ন কাজ ও ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী, সিভিল সার্জন শরিফ হোসেন খান, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের তত্ত্বাবয়ায়ক ডাঃ পুতুল রায়সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ