সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ কোরআনের হাফেজদের পাশে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী হাবিবের নতুন এআই মডেল ‘দ্য কোর’ চালু করল আল জাজিরা চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে

যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে দেশের সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। এমনকি বন্যাকবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে ফেলা হয়েছে। তাই এখন যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং সড়কের সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলে দেশে আবারো বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। জঙ্গিবাদ আবারো সক্রিয় হবে। তাই বিএনপি নির্বাচনে আসুক সেটা সকলের কাম্য। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে আবারো বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। গতকাল বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি সরকার উত্খাতের জন্য লন্ডন-দুবাই-ব্যাংককে বসে ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবকিছুই জানি আর এসব মোকাবিলায় প্রস্তুতও আছি। তাদের আন্দোলনের ডাক এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। লন্ডন-দুবাই-ব্যাংককে বসে তারা এমন সব ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন, যারা ‘আন্তর্জাতিক দুর্বৃত্ত’ বলে পরিচিতি। বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার উত্খাতে ‘নাটের গুরু’ হিসেবেও পরিচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ