সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ কোরআনের হাফেজদের পাশে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী হাবিবের নতুন এআই মডেল ‘দ্য কোর’ চালু করল আল জাজিরা চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে

‘প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: মিয়ানমারের সামারিক বাহিনি কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ, ধর্ষণ নারী-শিশুসহ নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ মানববন্ধন করেছে।

শহরের গাঙ্গিনারপাড় মোড়ে দুপুর ২টা থেকে এ মানববন্ধন শুরু হয়ে চলে দুই ঘন্টা।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা মুসলিমদের চলা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা বন্ধের দাবি জানান। সাথে সাথে সমস্যা সমধানে মিয়ানমার সরকারের উপর কোটনৈতিক চাপ প্রয়োগেরও দাবি জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা জাকারিয়া বলেন, মানবধিকার কর্মীরা আজ নীরব কেন? রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানবধিকার কর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইত্তেফাকুল উলামা মজলিশে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী বলেন, পূর্বের নির্যাতনের ইতিহাস আমাদের সবারই জানা আছে, বর্তমান সময়ে রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে তা পূর্বের সমস্ত নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে, অতএব মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সীমানা তাদের জন্য অনতিবিলম্বে খুলে দেয়া উচিত।

ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় সভাপতি (মজলিশে আমেলা) মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ ইত্তেফাকুল উলামা ময়মনসিংহে জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুঞ্জুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুখলিছুর রহমান ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমীর ইবনে আহমদ মাওলানা জাকারিয়া,মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ইসমাঈল ইব্রাহীম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান ছাত্র নেতা চৌধুরী নাসির প্রমুখ।

৫০০ পরিবারকে ত্রাণ দিল ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ