বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: মিয়ানমারের সামারিক বাহিনি কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ, ধর্ষণ নারী-শিশুসহ নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ মানববন্ধন করেছে।

শহরের গাঙ্গিনারপাড় মোড়ে দুপুর ২টা থেকে এ মানববন্ধন শুরু হয়ে চলে দুই ঘন্টা।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা মুসলিমদের চলা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা বন্ধের দাবি জানান। সাথে সাথে সমস্যা সমধানে মিয়ানমার সরকারের উপর কোটনৈতিক চাপ প্রয়োগেরও দাবি জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা জাকারিয়া বলেন, মানবধিকার কর্মীরা আজ নীরব কেন? রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানবধিকার কর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইত্তেফাকুল উলামা মজলিশে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী বলেন, পূর্বের নির্যাতনের ইতিহাস আমাদের সবারই জানা আছে, বর্তমান সময়ে রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে তা পূর্বের সমস্ত নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে, অতএব মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সীমানা তাদের জন্য অনতিবিলম্বে খুলে দেয়া উচিত।

ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় সভাপতি (মজলিশে আমেলা) মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ ইত্তেফাকুল উলামা ময়মনসিংহে জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুঞ্জুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুখলিছুর রহমান ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমীর ইবনে আহমদ মাওলানা জাকারিয়া,মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ইসমাঈল ইব্রাহীম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান ছাত্র নেতা চৌধুরী নাসির প্রমুখ।

৫০০ পরিবারকে ত্রাণ দিল ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ