মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

টেস্ট ম্যাচে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচে জয় পেল বাংলাদেশ। ঢাকার মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো এ টেস্ট ম্যাচ সহজে জিততে পারে। চতুর্থ দিনের শুরুতে ভালোই শুরু করেছিল অস্ট্রেলিয়া।

গতকাল দুই উইকেটে ২৮ রান নিয়ে শেষ করার পর আজ ডেভিড ওয়ার্ণার এবং স্টিভ স্মিথের জুটি ১৩০ রান করে। এ জুটির খেলা দেখে মনে হচ্ছিল সহজে জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া।

কিন্তু বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসানের একের পর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া।

সাকিব আল হাসান পাঁচ উইকেট তুলে নেন। ডেভিড ওয়ার্ণারকে ফিরিয়ে দেবার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৪২ রানের মধ্যেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পেলো বাংলাদেশ। চতুর্থ দিনে সাকিব আল হাসানের পাঁচ উইকেট ছাড়াও তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুটি উইকেট।

তবে বাংলাদেশের সাকিব আল হাসান মন্তব্য করেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারে।

প্রথম টেস্টে জয়ের মধ্য দিয়ে সাকিব আল হাসানের মন্তব্য অর্ধেক সত্যি বলে প্রমাণ হয়েছে। বাকি অর্ধেকের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী টেস্ট ম্যাচের জন্য। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ