সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

মুফতি আবদুস সালাম চাটগামির জন্য দোয়া চাইলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী হাটহাজারি মাদরাসার প্রধান মুফতি আল্লামা আবদুস সালাম চাটগামির জন্য দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজত আমির বলেন, মুফতি আবদুস সালাম চাটগামি মুফতিয়ে আযম বাংলাদেশ খ্যাত বহুমুখী দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতা লাভের জন্য দেশবাসীর মহান আল্লাহর দরবারে দেশবাসীর বিশেষ দোয়া কামনা করছি।

হেফাজত আমির আরও বলেন, আমিও বিশেষভাবে দোয়া করছি, তিনি যেন আল্লাহর রহমত ও দয়ায় দ্রুত আরোগ্য লাভ করে অল্প সময়ের মধ্যে আবার ইলমে নববি ও ইলমে ফিকহের দরসে নিজেকে মনোনিবেশ করতে পারেন।

উল্লেখ্য, মুফতি আবদুস সালাম চাটগামি গত ১৬ আগস্ট বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মহানগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহাম্মদ তৈয়ব চৌধুরী-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

ন্যাশনাল হাসপাতালে এমআরআই পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ চিহ্নিত হয়। তাঁর শরীরের বাম পাশ প্যারালাইজড দেখা দেয়। আরো উন্নত চিকিৎসার জন্য গত ২২ আগস্ট  বিকেলে তাঁকে ঢাকায় আনা হয় এবং অ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ঢাকা অ্যাপোলো হাসপাতালে বিশিষ্ট নিউরো সার্জারি (ব্রেইন, স্পাইনাল কর্ড ও নার্ভ) বিশেষজ্ঞ প্রফেসর ডা. ম্যাথিও জে. চান্ডি এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ