মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম করিম উল্লাহ (১৫)। সে বড়ডেইল হোসাইনিয়া ফয়জুল উলুম মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।

ধারণা করা হচ্ছে, রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত করিম উল্লাহ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আমির হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মাদরাসার পরিচালক মুফতি কিফায়তুল্লাহ শফিক জানান, ঈদুল আজহা উপলক্ষে সকাল ১০টায় মাদরাসা ছুটি ঘোষণা করা হয়। ছাত্ররা নিজেদের কাপড় চোপড় ও থালা বাসন পরিষ্কার করতে মাদরাসার পুকুরে যায়।

ধারণা করা হচ্ছে করিম উল্লাহও কোন এক সময়ে পুকুরে থালা বাসন ধুতে যায়। অপর একজন ছাত্রও পুকুরে গেলে নিহতের স্যান্ডেল ও থালা বাসন পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শিক্ষকদের খবর দেয়।

পরে শিক্ষক ও ছাত্ররা পুকুরে খুঁজাখোঁজি করে করিম উল্লাহকে উদ্ধার করে এবং টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসমাইল আজাদ মৃত ঘোষণা করেন। তার মাথায় ও পিঠে সামান্য আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর