শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
৪৮ প্রার্থীর মধ্যে ২০ জন মাদরাসাপড়ুয়া, আলোচনায় ডাকসু ভিপি নির্বাচন ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা ফোরামের আয়োজনটি হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণা হয়ে থাকবে মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় লেখক ফোরাম পদক পেলেন মুফতি হিফজুর রহমান রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন

কুড়িগ্রামে বন্যার্তদের খাবার দিচ্ছে কয়েকটি কওমি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : কুড়িগ্রামের বন্যাদুর্গত ফুলবাড়ি উপজেলার আলেমগণ সাধারণ মানুষের সাহায্যে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। তারা ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ দুর্গত মানুষের মাঝে খাবার, পানি ও ওষুধ বিতরণ করছেন।

ফুলবাড়ির এলাকায় অবস্থিত কোনো না কোনো কওমি মাদরাসা প্রতিদিনই তৈরি খাবার বিতরণ করছেন দুর্গত মানুষের মাঝে। প্রতিদিন একশো থেকে দেঢ়শো প্যাকেট খাবার বিতরণ করছেন তারা। তবে চাহিদা অনেক বেশি।

কুড়িগ্রামের দারুল আযহার ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা ফেরদাউস হোসাইন আওয়ার ইসলামকে বলেন, ‘বন্যার পানি আসার পর থেকে আমরা এলাকার মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। প্রয়োজন অনুযায়ী দিতে পারছি না। কিন্তু সাধ্যানুযায়ী চেষ্টা করছি।’

খাবার প্যাকেট করছেন মাদরাসার ছাত্র ও শিক্ষক

মাওলানা ফেরদাউস আরও জানান, ইচ্ছে থাকার পরও আর্থিক কারণে তারা প্রতিদিন খাবার বিতরণ করতে পারছেন না। মাদরাসার ফান্ড, মানুষের সাহায্য ও ব্যক্তি উৎস থেকে কিছু টাকা জমলেই তিনি খাবার তৈরি করে বিতরণ করছেন।

শুধু খাবার বিতরণই নয় বরং আশ্রয়হীন মানুষের আশ্রয়ও মিলেছে মাদরাসায়। ফুলবাড়ি উপজেলার অপর একটি মাদরাসা সাবিলুর রাশাদ মাদরাসায় ৩য় তলায় আশ্রয় দেয়া হয়েছে বেশ কিছু বন্যার্ত মানুষকে।

সাহায্য ও ত্রাণ বিতরণের কাজ প্রত্যেক প্রতিষ্ঠান পৃথকভাবে করলেও পরস্পরকে সাহায্য করছেন প্রত্যেকে।  মাওলানা ফেরদাউস বলেন, ‘আমরা প্রত্যেকেই পৃথকভাবে মানুষকে সাহায্য করছি। কিন্তু যেদিন আমি আয়োজন করতে পারছি না, সেদিন অন্য যে আয়োজন করছে তাকে সাহায্য করছি।’

বিতরণের প্রস্তুত খাবারের প্যাকেট

আপনাকে কে কে সাহায্য করছেন? উত্তরে তিনি বলেন, ‘ঢাকার হাফেজ্জি হুজুর সাহায্য সংস্থার মাওলানা ইমরান হুসাইন হাবিবি অনেক সহযোগিতা করছেন। এছাড়া স্থানীয়দের মধ্যে হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা শাহীনুর রহমান এবং সাবিলুর রাশাদ মাদরাসার মাওলানা ফেরদাউস হোসাইন।

কাতারে দীপ্তিমান নক্ষত্র; বাংলাদেশের মাওলানা আব্দুল আওয়াল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ