সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

‘আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বাস্তবায়নের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে বিরাজমান অস্থিরতা, সামাজিক অবক্ষয়, দূর্নীতি, হানাহানি-মারামারি দূর করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র কায়েমে ইসলামী শিক্ষা ও মূল্যবোধের বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন  বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ.।

তিনি বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের পার্থিব ও আখিরাতের মুক্তি ও শান্তির উদ্দেশে রাজনীতির ময়দানের কাজ করে গেছেন। খেলাফত আন্দোলনের কর্মীদেরকে হাফেজ্জী হুজুরের পদাংক অনুসরণ করে খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে।

আজ শুক্রবার সকাল ৭.০০ ঘটিকায় জামিয়া নূরিয়াস্থ খিলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মতিঝিল থানা শাখা কতৃক আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ঢাকা মহানগর প্রচার সম্পাদক ও মতিঝিল থানা আমীর মো. মোফাচ্ছির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলামী রাষ্ট্র জনগণের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করে। ফারাক্কা, তিস্তা সহ সকল বাঁধ অনায্যভাবে খুলে দিয়ে প্রতিবেশী দেশের চুক্তি লংঘনের কারণে দেশ আজ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। প্রয়োজনের সময় নায্য পানির হিস্যা আদায়ে এবং বানের পানি নিয়ন্ত্রণহীনভাবে আমাদের দেশে ঠেলে দেয়ার প্রতিবাদে আমাদের সরকারের ভুমিকা অত্যন্ত নতজানু। ইসলামী রাষ্ট্র থাকলে আজ এ অবস্থা হত না।

মতিঝিল থানা সহ সম্পাদক শাহীনূর আলমের সঞ্চালনায় পরিচালিত শিক্ষা সেমিনারে তাওহীদ, রিসালাত ও আখিরাত, পরিপূর্ণ ইসলামী জীবনের রুপরেখা, মুমিনের গুণাবলী, ইসলাম ও প্রচলিত রাষ্ট্রব্যবস্থা, হাফেজ্জী হুজুর রহ. জীবন ও আদর্শ ইত্যাদি শীর্ষক বিষয়বস্তুর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সূলতান মহিউদ্দীন, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মো: জহিরুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মতিঝিল থানা সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইন প্রমূখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ