সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

বন্যার্তদের ত্রাণ বিতরণ করলেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের পোড়ার দোকান (ইলিয়াছ নগর) এলাকায় পাঁচ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের পোড়ার দোকান (ইলিয়াছ নগর) এলাকায় জেলা জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, "বন্যাদুর্গত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। সরকারকে এ বিষয়ে আরও উদোগ নিতে হবে, যাতে বন্যাদুর্গত মানুষ পর্যাপ্ত সরকারি ত্রাণ পেতে পারে। " তিনি আরও বলেন, "জাতীয় পার্টিকে একসময় নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সফল হয়নি। জাতীয় পার্টির অবস্থা আগের মতো নেই। জাতীয় পার্টি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর। আমাদের ছাড়া নির্বাচন হবে না। কেউ ক্ষমতায় যেতে পারবে না এবং আল্লাহ যদি ইচ্ছা করেন, আমরা চেষ্টা করলে ক্ষমতায়ও আসতে পারব। "

জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঠাণ্ডা প্রমুখ বক্তব্য দেন।

এ সময় অন্যদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, চরপক্ষিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মো. জয়নাল আবেদীনসহ জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, এক কেজি লবণ ও আধা কেজি করে ডাল বিতরণ করা হয়। এরপর জামালপুরের বকশীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে ওই স্থান ত্যাগ করেন এরশাদ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ