বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

মুসলমানদের অনৈক্যের সুযোগ নিচ্ছে ইসরায়েল : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে দিয়ে বলেছেন, মুসলমানদের অনৈক্যের সুযোগ নিচ্ছে ইসরায়েল। গত বুধবার আঙ্কারায় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেসের এক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি ওই মন্তব্য করেন।
এরদোগান আরো বলেন, জেরুজালেমের ইসলামিক বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল এবং একই সঙ্গে মুসলমানদের বিভাজনের সুবিধা নিচ্ছে।

ইসরায়েলকে মানবাধিকার ও জেরুজালেম কনভেনশনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আল-আকসার দরজা কখনোই বন্ধ করতে দেবো না।
তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে ইসরায়েল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয়।জেরুজালেমে ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদ জানানো পুরো ইসলামি বিশ্বের দায়িত্ব; শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়।

এদিকে, জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার মুখে বৃহস্পতিবার সকালের দিকে আল-আকসার প্রবেশপথে বসানো সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া হয়।

গত ১৪ জুলাই আল-আকসার সামনে সংঘর্ষে তিন ফিলিস্তিনি ও তিন ইসরায়েলি নিরাপত্তাবাহিনী নিহতের পর রেলিং, গেইট, মেটাল ডিটেক্টরসহ বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানো হয় আল-আকসার প্রবেশমুখে।
পরে মসজিদের প্রবেশমুখে ক্যামেরা বসায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এবার সেই সিদ্ধান্ত থেকে ইসরায়েল পিছু হটায় আল-আকসায় মুসলমানদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদের নেতারা।

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ