বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

পালিয়ে যাওয়ার অভ্যাস খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আওয়ামী নেতাদের সংশয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি বলেন, খালেদা জিয়া পালিয়ে গেছেন কোনো আহাম্মকও বিশ্বাস করবে না। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার অভ্যাস আছে, বেগম জিয়ার নয়।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী হেলপ সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অসামান্য অবদান রয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি পূরণ করেছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াই নির্বাচন দিতে বাধ্য করেছেন।
এ সময় তিনি আবারও সংলাপের আহবান জানান।
জাতীয়তাবাদী হেল্প সেলের পক্ষ থেকে এরমধ্যে ৬৫টি স্বজন হারানো পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আজও ৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। পরিবারগুলো হলো- রংপুর জেলা যুবদল নেতা মোশাররফ হোসেন পদ্ম, আমিরপুর ইউনিয়ন (খুলনা) যুবদল নেতা নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্রনেতা মেহেদী হাসান, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সিলেট সদর ছাত্রদল নেতা মো. বদরুল আলম পঙ্গু প্রমুখ।
সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, হেল্প লাইনের মাকসুদ আহমেদ খান রুবেল, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, ইটালী বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ