শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা ফোরামের আয়োজনটি হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণা হয়ে থাকবে মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় লেখক ফোরাম পদক পেলেন মুফতি হিফজুর রহমান রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম

পশ্চিমবঙ্গে কওমি মাদরাসার উপর বাড়ছে গোয়েন্দা নজরদারি, বন্ধ হতে পারে অসংখ্য প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের পর রাজ্যের মাদরাসাগুলোর উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদনে এমনটিই প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু ও হয়৷ শুধুমাত্র একটি সংঘর্ষের ঘটনা নয়৷ এর আগে হাওড়ার ধূলাগড় বা মালদার কালিয়াচকেও উত্তেজনা ছড়ায়৷

রাজ্য সরকার মনে করছে এসব সংঘর্ষে মাদরাসাগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই সন্দেহ থেকে ইতিমধ্যে মাদরাসাগুলোর একটি তালিকা তৈরি করেছে সরকার।  তালিকা অনুযায়ী এসব মাদরাসার উপর গোয়েন্দারা নজরদারি চালাবে বলে দাবি করা হয়েছে হিন্দুস্থান টাইমসের ওই প্রতিবেদনে৷

মাদরাসার নামে থাকতে পারবে না ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ

রাজ্যে সব মিলিয়ে ছ’হাজার মাদ্রাসা রয়েছে৷ এর মধ্যে ৯০ শতাংশ মাদ্রাসাই সরকারের নজরদারির বাইরে৷ এমনকি সরকারি কোনও সাহায্যও বা সুযোগ সুবিধার বাইরে৷ সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের বাইরে থাকা মাদরাসাগুলোর উপরই মূলত নজরদারি চালানো হবে।

এর আগে ২০০২ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই বিষষয়টি নিয়ে তখন সরব হয়েছিলেন৷ সেই সময় প্রশাসনের উদ্যোগে বেশ কিছু মাদরাসা বেআইনি বলে বন্ধ করে দেয়া হয়। এবার অসংখ্য মাদরাসা বন্ধের আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ