সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

সাভারে দুই মডেলকন্যাকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সভারে দুই মডেল তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল এ অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করেছেন দুই তরুণী। তারা মিউজিক ভিডিওর মডেল।

পুলিশ এরই মধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে দুই তরুণীকে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে সাভার মডেল থানায় মামলাটি করেন গণধর্ষণের শিকার ওই দুই তরুণী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মাস তিনেক আগে ওই দুই মডেলের সঙ্গে লিটন নামে এক ব্যক্তির পরিচয় হয়। গত বৃহস্পতিবার রাতে লিটন নাটকে অভিনয় করার সুযোগ দেয়ার কথা বলে তাদের সাভারে ডেকে আনেন। পরে তাদের সাভার সোবানবাগ এলাকার একটি ছয়তলা ভবনের ২য় তলায় নিয়ে যাওয়ার পর লিটন তার দুই সহযোগীর সহায়তায় তাদের ধর্ষণ করেন।

এসময় দুই তরুণী চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত লিটন সহযোগীসহ কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ডিবি পুলিশ তরুণীদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, পুলিশ এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

ধর্ষণ বাড়ছেই; একমাসে শিকার ৩৩২ নারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ