শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ বিরোধী মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপের ফ্রান্স ও ব্রিটেনের মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিবাদে ব্রিটেনে মুসলিম বিদ্বেষ বিরোধী বিক্ষোভ হয়েছে।

সম্প্রতি লন্ডনের মসজিদে হামলায় আহতদের নিয়ে শোক মিছিল করেছে সেখানকার বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা।

বুধবারের ওই শোক মিছিলে সাম্প্রতিক ফিনসবাড়ি মসজিদের হামলায় হতাহতদের স্মরণ করা হয়। একইসঙ্গে বিভিন্নভাবে যারা সম্প্রতি মুসলিমবিদ্বেষের শিকার হয়েছেন, তাদেরও স্মরণ করা হয়।

১৮ জুন স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমটের টার্গেট করা হয়। সে সময় একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। ওই মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ওই ঘটনায় ১ জন নিহত হন। হামলাকারী ৪৭ বছর বয়সী অসবর্ন হামলাকালে সব মুসলিমকে হত্যার হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের রক্ষণশীল থেরেসা মে’র সরকারও এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ বলে স্বীকার করে নিতে বাধ্য হয়।

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

সেই হামলার নিন্দা জানানো হয় বুধবারের শোক মিছিল থেকে। ধ্বনিত হয় বর্ণবাদবিরোধিতার তীব্র স্বর। অংশগ্রহণকারীরা ‘মুসলিমবিদ্বেষ রুখে দাঁড়াও’, ‘ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হও’, ‘শরণার্থীদের স্বাগত জানাই’ কিংবা ‘বর্ণবাদকে না বলো’সহ সম্প্রীতি ও ঐক্যের পক্ষের বিভিন্ন শ্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে ওই মিছিলে অংশ নেন।

মুসলিমবিদ্বেষের শিকার এক ব্রিটিশ মুসলিম মুখতার এসেছিলেন সেই শোক মিছিলে। তার মুখে এসিড ছোঁড়া হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ