সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


মুক্তি পেয়েছেন জামায়াত নেতা মাসুদ ও দেলোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দুদিন আগে গত ২৪ জুন শনিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ একং ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

ঈদের দিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়ে আসা জামায়াতের একাধিক কর্মী এ তথ্য জানান।

জানা যায়, শনিবার জেল থেকে মুক্তিলাভ করেন জামায়ানেতা শফিকুল ইসলাম মাসুদ। এরপরই একটি গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে যায়। রাতে নিয়ে পরের দিন সকালে ছেড়ে দেয়। এছাড়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার হন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ ১৯ শিবির নেতা-কর্মী। ওইদিন রাত আটটার দিকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ২০১৬ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে জেল থেকে মুক্তি পেয়ে বেরুনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হন জামায়াতে ইসলামীর অবিভক্ত ঢাকা মহানগরীর এই সহকারী সেক্রেটারি।

এছাড়াও ২০১৩ সালের ৩১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার হোসেন।


সম্পর্কিত খবর