শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

লন্ডনে মুসলিমদের উপর হামলাকারীর প্রাণ রক্ষা করেন ওই মসজিদেরই ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের মুসল্লিদের উপর গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন ব্যক্তিকে রক্ষা করেন ওই মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদ। বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে ‘কিল ও ঘুষি’ মারছিলেন তিনি তাঁকে সবার হাত থেকে রক্ষা করেন।

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, তিনি প্রথম বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে সন্দেহভাজন লোকটিকে বাঁচাতে এগিয়ে আসেন। এরপর তিনি উত্তর লন্ডনের পুলিশের হাতে তাঁকে তুলে দেন।

ইমাম মোহাম্মদ মাহমুদ বলেন, ‘আমরা দেখলাম, কিছু মানুষ দ্রুত একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেললেন এবং কয়েকজন তাকে কিল-ঘুষি মারতে শুরু করলেন। আমরা তাকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাকে অন্য কোনো ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।’

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

ওই ইমাম বলেন, ‘আমরা সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাকে নিরাপদে পুলিশের হাতে তুলে দিলাম।

তিনি আরও জানান, তিনি স্থানীয় মানুষের সহযোগিতার কারণেই লোকটি আরও ক্ষতিকর কিছু থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে মুসলিম ওয়েলফেয়ার হাউস কমিউনিটি সেন্টারের চিফ এক্সিকিউটিভ তৌফিক কাসিমিও বলেন ইমামের উদ্যোগের কারণে বেঁচে গেছে ওই ব্যক্তি।

অন্যদিকে সন্দেহভাজন হামলাকারীকে সনাক্ত করেছে লন্ডন পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীর নাম ড্যারেন অসব্রোন (৪৭)। চার সন্তানের পিতা ড্যারেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ