বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

রাসুল সা. এর জীবনাদর্শেই কেবলমাত্র শান্তিময় সমাজ গঠন সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবরচিত তন্ত্র-মন্ত্রের ধারক-বাহক ও সহযোগীতার মাধ্যমে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, বৈষম্য, জুলুম নির্যাতন প্রতিষ্ঠা সম্ভব, শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানবরচিত মতবাদ নয় বরং মানবের মালিক মহান আল্লাহর মনোনীত দীন তথা জীবন ব্যবস্থা চর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

গতকাল ২০ই রমজান ১৬ জুন শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্যান্টনমেন্ট থানা শাখার উদ্যোগে রাজধানীর বালুঘাট জামে মসজিদে আয়োজিত "আদর্শ সমাজ গঠনে সিয়ামের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন উপরোক্ত কথা বলেন।

তিনি তিনি  বলেন, রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। নেক কামাইয়ের এই মাসে আমাদের উচিৎ রাসুল সা.-এর জীবনাদর্শের অনুসরণ করা। রাসুল সাঃ-এর দেখানো মত পথ ও পদ্ধতিতেই কেবল সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহর হাবিব সাঃ-এর জীবনাদর্শের মাঝে উদারতা, সহমর্মিতা, ভালবাসা, ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় বিচার, শ্রদ্ধা, স্নেহ, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা, হককে প্রতিষ্ঠার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা পাওয়া যায়।

থানা সভাপতি আমিনুল হক তালুকদার (অব.)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্যান্টনমেন্ট থানা শাখার দায়িত্বশীল, সহযোগী সকল সংগঠনের দায়িত্বশীল ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ