আওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইসলামের রাজনৈতিক ব্যবহার, ভুল ব্যাখ্যা রোধ ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সারা দেশে আপাতত ১১০টি বিশেষ মাদরাসা প্রতিষ্ঠা করছে সরকার।
আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে হানিফ এই মন্তব্য করেন।
ইফা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানান।
‘আমরা সাধারণ ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। এসব বলতে গেলে রোজাদার মানুষ আহত হন, এটা আমরা বুঝি। কিন্তু বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলের নামে যেসব মিথ্যাচার করছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করছেন, তা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আমরাও করি না। তাই অনিচ্ছা সত্ত্বেও এসবের জবাব দিচ্ছি। না হলে এসব মিথ্যাচার প্রতিষ্ঠিত হয়ে যাবে’, বলেন হানিফ।
প্রধানমন্ত্রী কওমি মাদরাসাকে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছেন: মতিয়া চৌধুরী
ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
-এআরকে
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        