বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

বিশ্বাসী হৃদয়ের সুর রিয়েলিটি শো: আজ থেকে তৃতীয় রাউন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: পয়লা রমজান থেকে শুরু হয়েছিল রিয়েলিটি শো বিশ্বাসী হৃদয়ের সুর। প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড থেকে সরাসরি তৃতীয় রাউন্ডে উঠে এসেছে ১০ জন। বাদ পড়াদের মধ্য থেকে আজ দর্শক ভোটে তৃতীয় রাউন্ডে যাবে আরো ৫ জন।

অনুষ্ঠানটি মৌলভীবাজারের স্থানীয় টিভি চ্যানেল MCS এ  প্রতিদিন ৫:১৫ থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের জন্য থাকবে ৫০ হাজার টাকা করে পুরস্কার। এবং ইয়েস কার্ড প্রাপ্ত সকলের জন্য থাকবে আকর্ষণী গিফট হ্যাম্পার।

তৃতীয় রাউন্ডে প্রতিদিন তিনজন করে মোট পাচঁদিন চলবে। অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনা প্রদান করছেন, হাফেজ মাওলানাঃ মঈনুল হক্ব চৌধুরী চেয়ারম্যান: বিশ্বাসী হৃদয়ের সুর, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন আজফার খান।

তৃতীয় রাউন্ডে চান্স প্রাপ্তদের মধ্যে রয়েছে, মুবিনুর রহমান, রাজনগর, তাহমিনা আক্তার, সদর, ফারাজ হাসান, কুলাউড়া, মাশহুদা সুলতানা, সদর, রুম্মান নাইম চৌধুরী, শ্রীমঙ্গল, আমেনা আক্তার সাঞ্জু,সদর, ফারহানুল ইসলাম, রাজনগর, মাহবুবা সুলতানা, সদর, বুশরা বিনতে আজিজ, সদর, আতিকুর রহমান রাহী,বড়লেখা।

প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের জন্য রয়েছে প্রতিদিনের বিশেষ পুরস্কার গিফট হ্যাম্পার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ