রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাবুস সালাম মাদরাসা মার্কেট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বড় ধরনের সংঘর্ষ ও নাশকতা ঠেকাতে ওই মাদরাসা ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া জানিয়েছেন।

বিমানবন্দর পুলিশ বক্সের ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বাবুস সালাম মাদরাসার মার্কেট দখল নিয়ে মাদরাসার মুতাওয়াল্লি সৈয়দ মুস্তাক হোসেন রতন ও মাদরাসার মুহতামিম মাওলানা মো. আনিসুল হক মধ্যে দ্বন্দ্ব চলছে।

সম্প্রতি এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে একাধিক মামলা হয়। এসআই মোস্তাফিজ আরও জানান, গতকাল ভোরে বাবুস সালাম মাদরাসার সাবেক মুতাওয়াল্লি সৈয়দ মুস্তাক হোসেন রতনের লোকজন মাদরাসায় প্রবেশের চেষ্টা করে। এ সময় মাদরাসার মুহতামিম আনিসুল হকের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে মুতাওয়াল্লির লোকজন মাদরাসার ছাত্র শিক্ষকদের উপর হামলা চালায়।

মুতাওয়াল্লির লোকজন মাদরাসার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে কিছু জিনিসপত্র ভাংচুর করে। এ সময় মাদরাসার ছয় শিক্ষার্থী আহত হন। তারা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কওমি স্বীকৃতির আইনি অনুমোদনের জন্য সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাতে যাচ্ছেন আলেমরা

এ বিষয়ে বাবুস সালাম মাদরাসার মুহতামিম আনিসুল হক বলেন, গতকাল ভোরে এ প্রতিষ্ঠান দখল করতে রতনের লোকজন হামলা চালায়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এবং ছয় শিক্ষার্থীকে আহত হয়। এ ছাড়া মাদরাসার বিভিন্ন স্থাপনা ভাংচুর ও অর্থ লুটপাটও করে।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ মুস্তাক হোসেন রতন বলেন, আমার কয়েকজন লোক ভোররাতে নামাজ পড়ার জন্য বাবুস সালাম মসজিদ মাদরাসায় যান। এ সময় মুহতামিম আনিসুল হকের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় গ্রুপের কয়েকজন আহত হন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ