বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা

সংকীর্ণ অন্তর নিয়ে সমাজ বিপ্লব সম্ভব নয়: ড. আ ফ ম খালিদ হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ৯/৬/১৭ইং রোজ শুত্রুবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর হালিশহর থানা শাখার আয়োজনে বাইতুল করিম কমপ্লেক্সে অডিটোরিয়ামে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন পূর্ব এশিয়ার অন্যতম আলেমে দীন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। অধ্যাপক ওমর গণি এম এইচ কলেজ।

প্রধান আলোচকের বক্তব্যে ড. আ ফ ম খালিদ বলেন, সংকীর্ণ অন্তর নিয়ে কখনোই সমাজ বিপ্লব সম্ভব নয়। এজন্য উদার মন মানসিকতা নিয়ে ইসলামী আদর্শনির্ভর একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ।

তিনি বলেন, ছাত্রদেরকে অবশ্য একাডেমিক শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা.নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল মুসলীমিন ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি মাওলানা সাহেদুল ইসলাম।

থানা সভাপতি মুহা.নাজমুল ইসলামের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা.আব্দুর রহিমের এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদদের মাঝে আরো উপস্থিত ছিলেন,  চট্টগ্রাস্থ প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসাইন। সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, যুব আন্দোলন মহানগরের সহ-সভাপতি মাইন উদ্দিন জামসেদ, শাখা সাবেক সভাপতি কবি ছাখাওয়াত আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ মুজাহিদ কমিটি,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী যুব আন্দোলন হালিশহর থানা নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ