বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা

কক্সবাজারে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে মিজবাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকার নূরুল আমিনের পুত্র স্কুল ছাত্র নয়ন তাকে ছুরিকাঘাত করে।

শহরের ১নং ওয়ার্ডের নাজিরারটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিজবাহ ওই এলাকার আবুল বশর বাসিন্ন্যার পুত্র ও কক্সবাজার হাশেমিয়ার ছাত্র।

অপরদিকে ছুরিকাঘাতকারী নয়ন এয়ারপোর্ট হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর নিহত মিজবাহ নাজিরারটেকে তার পিতার দোকানে বসে বেচাকেনা করছিলো। এসময় একই এলাকার নূরুল আমিনে নেতৃত্বে তার পুত্র নয়ন ও মেয়ে জামাই আজিজ মিলে মিজবাহর উপর হামলে পড়ে। এক পর্যায়ে নয়ন মিজবাহকে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে। এতে গুরুতর জখম হলে অবস্থা বেগতিক হলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা মিজবাহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নাজিরারটেক থেকে হামলাকারী আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া জানান, কি কারণে খুনের ঘটনা ঘটে আমি এখনো জানতে পারিনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এক হামলাকারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ