রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

ইসলামের প্রচারে কওমি মাদরাসা সুদীর্ঘকাল ধরে ভূমিকা রেখে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী বলেছেন, ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসারে কওমী মাদ্রাসাগুলো সুদীর্ঘকাল ধরে ভূমিকা রেখে আসছে। এসব মাদ্রাসায় ইসলামের প্রকৃত বিষয়গুলো শিক্ষা দেয়া হয়।

শনিবার সকালে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে অবস্থিত দারুল ফজল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও ইসলাহী জলসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশী-বিদেশী চক্র ইসলাম ও মুসলমানদের হেয় করতে কওমী মাদ্র্রাসাপড়ুয়া ছাত্রদের জঙ্গী বানাতে নানা ষড়যন্ত্র করছে। তাই ইসলাম ও মুসলমানদের স্বার্থেই জঙ্গীবাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে। কারণ ইসলাম কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ ওআইসি’র সদস্য পদ লাভ করে। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং তাবলিগ জামায়াতের জন্য টঙ্গীতে বিশাল এলাকাজুড়ে জমা বরাদ্দ দেন। জননেত্রী শেখ হাসিনাও আলেম-ওলামাদের অনেক সম্মান করেন। আলেমগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি কওমী শিক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিয়েছেন। অথচ অন্য দলগুলো ইসলাম নিয়ে রাজনীতি করে নিজেদের ফায়দা লুটতে চায়।

[কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?]

আলহাজ ওসমান গনি পাটওয়ারী অনুষ্ঠানে হিফজ সমাপনকারী ছাত্রদের মাঝে সনদপত্রও বিতরণ করেন তিনি। মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল হাসনাত দা. বা.-এর পরিচালনায় অনুষ্ঠানে মাওলানা মাহবুব এলাহীসহ জেলা কওমী সংগঠন ও উক্ত মাদ্রাসার পরিচালক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে অনেক কথিত সমাজসেবক থাকলেও আলহাজ ওচমান গনি পাটওয়ারী প্রকৃতপক্ষে একজন গণমানুষের নেতা। ইসলাম ও মুসলমানদের কল্যাণে তিনি অতীতের মতোই আগামীতে ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে মিলাদ ও দোয়ায় যোগ দেন তিনি।

মাদরাসার ছেলেরা নেশা করেন না তাদের রক্ত ১০০% খাঁটি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ