বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান সংসদের তেহরিক ই ইনসাফের সাংসদ মুসারাত আহমাদ জেব দাবি করেছেন, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলা ছিল সাজানো নাটক। যা সম্পূর্ণই পূর্ব পরিকল্পিত।

শনিবার এক টুইট বার্তায় মুসারাত এই দাবি জানান। খবর ডনের

তিনি দাবি করে বলেন, মালালার ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে এবং সাজানো হামলা হয়েছিল। এই হামলা পরিকল্পনার সঙ্গে কিছু মানবাধিকার কর্মীসহ একাধিক পক্ষ জড়িত বলেও তিনি দাবি করেন।

মুসারাত আরও বলেন, মালালার উপর হামলার পর তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও ছিল সরকারের সাজানো এবং পুরো পরিকল্পনার অংশ।

সাংসদ মুসারাতকে এমন সাজানো ‘নাটক’ করার প্রস্তাব দেয়া হয়েছিল বলেও তিনি জানান। অন্য দেশে আশ্রয় নেবার কোনো আগ্রহ না থাকায় তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলেও জানান মুসারাত।

উল্লেখ্য, ২০১২ সালের দিকে পাকিস্তানের তালেবান জঙ্গী অধ্যুষিত সোয়াত উপত্যকায় স্কুলছাত্রী মালালার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে লন্ডনে পাঠানো হয় তাকে।

সে সময় ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তানের তেগরিক ই তালেবান গোষ্ঠী। শুধু তাই নয়, মালালা বেঁচে থাকলে তার ওপর আবারও হামলা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছিলেন তালেবান মুখপাত্র এনসানউল্লাহ।

যেভাবে কোটিপতি মালালা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ